• মুখ্যমন্ত্রীকে ‘কৃতজ্ঞতা’ জানাতে সোমবার রামপুরহাটে মানব বন্ধন
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: আশ্বিনের শারদ প্রাতে আলোর বেণু বাজতে আর দুই রাতের অপেক্ষা। আগামী বুধবার মহালয়া। ওই দিন মাতৃপক্ষের সূচনা হবে। তার ঠিক আগে অর্থাৎ আগামী সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কৃতজ্ঞতা’ জানাতে রামপুরহাটে চার কিলোমিটার মানব বন্ধন কর্মসূচি নিয়েছে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। সংগঠনের জেলা সভানেত্রী সাহারা মণ্ডল বলেন, জেলা নেতৃত্বের নির্দেশে রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই কর্মসূচি নেওয়া হয়েছে। 


    হাতে আর মাত্র কয়েকদিন। পুজোর আনন্দে মেতে উঠবে বাংলা। উৎসবের আয়োজনে চারদিকে চূড়ান্ত প্রস্তুতি চলছে। বর্তমানে আর জি কর কাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বীরভূম জেলার মধ্যে রামপুরহাটে রাত দখল থেকে বিক্ষোভ, মশাল মিছিল লেগেই রয়েছে। সকলেই ‘জাস্টিস’ চাইছেন। সিবিআই তদন্তে দোষীরা শাস্তি পাক বলেও দাবি উঠেছে। এই আবহে এবার জোড়াফুল শিবিরের মহিলা ব্রিগেডের তরফেও মানববন্ধন কর্মসূচির জন্য রামপুরহাট শহরকে বেছে নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে শুক্রবার বিকেলে রামপুরহাটের দলীয় কার্যালয়ে মহিলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন দলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। সাহারা মণ্ডল বলেন, মহালয়া শব্দটির অর্থ মহান যে আলয় বা আশ্রয়। মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের দিকে দৃষ্টি রেখে চলেছেন। তাঁর মস্তিকপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, স্বয়ংসিদ্ধা ও মহিলা উদ্যোগপতি প্রকল্পের মধ্য দিয়ে মহিলারা স্বনির্ভর হচ্ছেন। মহিলারা এগিয়ে চলেছেন। মহিলারা এখন অর্থনৈতিকভাবে সক্ষম হচ্ছেন ও সামাজিকভাবে নিজেদের সম্মান প্রতিষ্ঠিত করতে পেরেছেন ও পারছেন। বিভিন্ন রাজ্য এই প্রকল্পগুলির অনুসরণ করার পদক্ষেপ নিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা জানাতেই এই কর্মসূচি। জানা গিয়েছে, ওইদিন জেলার প্রতিটি ব্লক থেকে মহিলা তৃণমূল কর্মীরা রামপুরহাটে এসে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেবেন। দুপুর ২টোয় শহরের ১ নম্বর ওয়ার্ডের শ্রীফলা থেকে মানববন্ধন শুরু হয়ে পাঁচমাথা মোড়, কামারপট্টি মোড়, ভাঁড়শালা মোড়, সানঘাটা মোড় হয়ে চার কিমি জুড়ে একে অপরের হাতে হাত ধরে এই কর্মসূচি পালন করবে তৃণমূলের মহিলা ব্রিগেড। সেই সঙ্গে এক সুরে স্লোগান উঠবে, ‘আমার হাত তোমার হাতে/আমরা সবাই দিদির সাথে’। দলের এক মহিলা কর্মী বলেন, ‘দিদি’ মহিলাদের জন্য বহু কাজ করেছেন। আমরা দিদিকে কৃতজ্ঞতা জানাতে রাস্তায় নেমে এই কর্মসূচি করব। আশিসবাবু বলেন, নারীদের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলি চালু করেছেন তা বিশ্ববন্দিত। গ্রামীণ এলাকা কিংবা শহর, এই প্রকল্পগুলির মাধ্যমে মহিলারা আজ মাথা তুলে বাঁচতে পারছেন। সরকারি সহযোগিতায় স্বনির্ভর হচ্ছেন। আমরা কৃতজ্ঞ এবং কৃতার্থচিত্তে তাঁর এই অবদানকে স্মরণ করতেই ওই কর্মসূচি নিয়েছি। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)