• সিমলাপালে আকাশ থেকে বরফের চাঁই পড়ায় চাঞ্চল্য
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: সিমলাপালে শনিবার আকাশ থেকে বরফের চাঁই পড়ায় চাঞ্চল্য ছড়াল। এদিন দুপুরে এই থানার ছোট রামবনী গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই বরফখণ্ড দেখতে ওই গ্রাম ও আশপাশের এলাকার বাসিন্দারা মাঠে ভিড় করেন।


    এলাকার বাসিন্দা আকাশ দূলে বলেন, এদিন দুপুরে আমি খেতের কাজ করছিলাম। সেসময় কিছুটা দূরে বিকট শব্দ শুনি। তাকিয়ে দেখি, আকাশ থেকে ভারী কিছু মাটিতে পড়েছে। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ওই জায়গায় যাইনি। কিছুটা ধাতস্থ হওয়ার পর কাছে গিয়ে দেখি, একটি বিশাল বরফখণ্ড মাটিতে পড়ে রয়েছে। ওই বরফখণ্ডের আয়তন অনেক বেশি ছিল। তার ওজন প্রায় এক কুইন্টালের কাছাকাছি হবে বলে আমাদের অনুমান। আকাশ থেকে পড়ায় বেশ কিছুটা জায়গাজুড়ে মাটিতে গর্ত হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর অবশ্য বরফের চাঁই গলে জল হয়ে যায়। খাতড়ার মহকুমা পুলিস আধিকারিক অভিষেক যাদব বলেন, ঘটনার কথা জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)