• নওদায় পুজোর অনুদানের চেক বিলি
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় ১০৬টি দুর্গাপুজোর উদ্যোক্তাদের হাতে শনিবার অনুদানের চেক তুলে দেওয়া হল। নওদা থানায় ওই পুজো উদ্যোক্তাদের পাশাপাশি বেলডাঙার এসডিপিও মহতাসিম আখতার, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ সহ অন্যরা উপস্থিত ছিলেন। শফিউজ্জামান বলেন, মুর্শিদাবাদ সম্প্রীতির জেলা। আসন্ন শারদোৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলতে আমরা একে অপরের পাশে আছি। মুখ্যমন্ত্রী পুজোয় অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গ্রামীণ এলাকায় বিভিন্ন পুজোয় প্রাণ ফিরে এসেছে। নওদার বাদুড়তলা দুর্গামন্দির পুজো কমিটির তরফে দেবাশিস ঘোষ বলেন, আমরা অনুদানের অপেক্ষায় ছিলাম। অবশেষে আজ তা হাতে পেয়েছি। এতে দুর্গাপুজো আয়োজন করতে খুব সুবিধা হবে।
  • Link to this news (বর্তমান)