সংবাদদাতা, করণদিঘি: অদ্ভুতদর্শন ছাগলের জন্ম হল করণদিঘি থানার আলতাপুর ২ নং গ্ৰাম পঞ্চায়েতের বিহিনগর গ্ৰামে। সেটির দুটি মাথা, চারটি চোখ রয়েছে। ছাগলের মালিক একলাল সিংহ জানিয়েছেন, শনিবার বাচ্চাটির জন্মের পর দেখা যায় তার দুটি মাথা, চারটি চোখ। দুই মুখ দিয়েই মাতৃদুগ্ধ পান করছে। অদ্ভূত ছাগল দেখতে এদিন বাড়িতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। নিজস্ব চিত্র