নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভারি বৃষ্টিতে দু’কূল ছাপিয়ে বইছে তোর্সা। এদিন দুপুরে তোর্সার বিসর্জন ঘাট পরিদর্শন করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ডেকরেটর্সদেরও সেখানে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তোর্সার ফাঁসিঘাট এলাকাও ঘুরে দেখেন চেয়ারম্যান। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তোর্সার দু’কূল ছাপিয়ে জল এসেছে। এবার বিসর্জন নিয়ে আর তেমন চিন্তা করতে হবে না। ছটপুজোর এলাকাও ঘুরে দেখেছি।