• গাঁজা নিয়ে ট্রেন থেকে ঝাঁপ
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: ধরা পড়ার ভয়ে গাঁজা নিয়েই ট্রেন থেকে ঝাঁপ। পরে পালাতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ল দুই যুবক। গ্রামবাসীরা দুই যুবককে নাগরাকাটা থানার পুলিসের হাতে তুলে দেন। শনিবার ঘটনাটি ঘটেছে নাগরাকাটাবস্তিতে। পুলিস ধৃতদের মাল জিআরপিএফের হাতে তুলে দিয়েছে। ঘটনার তদন্ত করছে রেল পুলিস। এদিন বিকেলে একটি প্যাসেঞ্জার ট্রেনে চেপে বিহারের তিন যুবক গাঁজা নিয়ে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। রেলপুলিস সেই খবর জানতে পারে। তাদের মধ্যে একজনকে ধরেও ফেলে। বাকি দুই যুবক নাগরাকাটা বস্তির কাছে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালায়। এরপরই গ্রামবাসীরা বিষয়টি লক্ষ্য করেন। সন্দেহ হওয়ায় তাঁরা দুই যুবককে ধাওয়া করেন। পরে তাদের আটক করে পুলিসের হাতে তুলে দেন।
  • Link to this news (বর্তমান)