নভেম্বরে শুরু হচ্ছে শিলিগুড়ি পুরসভার ফুটবল অ্যাকাডেমি
বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, শিলিগুড়ি: আগামী ১৪ নভেম্বর শিলিগুড়ি পুরসভার ফুটবল অ্যাকাডেমির যাত্রা শুরু হবে। ইতিমধ্যেই প্রথম পর্বের ফুটবলার বাছাই হয়েছে। শনিবার সাংবাদিক সম্মেলন করে মেয়র গৌতম দেব বলেন, ১৪ নভেম্বর শিলিগুড়ি পুরসভার ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন হবে। প্রথম পর্বের ট্রায়াল থেকে ৯০ জন ফুটবলারকে বাছা হয়েছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এদের থেকে ৫০ জনকে বেছে অ্যাকাডেমিতে নেওয়া হবে। ফুটবল অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কোচ এডুকেটর জয়ব্রত ঘোষ বলেন, দু’বছরের লক্ষ্য নিয়েই এই অ্যাকাডেমির কাজ শুরু হবে। দু’বছর পর অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৫’র আই লিগে যাতে এখানকার ফুটবলাররা খেলতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে দু’টি বয়সের গ্রুপ করা হয়েছে। তাতে ১০-১১ এবং ১২-১৩ বছরের দু’টি গ্রুপে ২৫ জন করে ফুটবলার নেওয়া হবে।