মাথাভাঙায় দোকানে ধাক্কা মেরে নয়ানজুলিতে ট্রাক
বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্যসড়কের প্রেমচাঁদের হাট এলাকায় দোকানে ধাক্কা মারার পর নয়ানজুলিতে উল্টে পড়ল একটি ট্রাক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিস। শনিবার সাত সকালে ঘটনাটি ঘটে। যদিও কেউ হতাহত হননি। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক অলিয়ার রহমান বলেন, আমার আসবাবপত্রের দোকান। সকালে পণ্যবোঝাই ট্রাকটি দোকানের সামনে ধাক্কা মারে। দু’টি শাটার ভেঙেছে। ভিতরের আসবাবপত্রেরও ক্ষতি হয়েছে। বিষয়টি পুলিসকে জানিয়েছি।
মাথাভাঙা থানার ট্রাফিক ওসি শ্যামল সাহা বলেন, এদিন ভোরে দুর্ঘটনাটি ঘটে।
Link to this news (বর্তমান)