সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার ফাঁসিদেওয়া ব্লকের দানাগছে একটি পোল্ট্রি ফার্মের ভিতরে বন্যজন্তুর শাবক ঘিরে চাঞ্চল্য ছড়াল। পরে খবর পেয়ে বন কর্মীরা শাবকটি উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ওই এলাকায় কালো রঙের একটি বিড়াল প্রজাতির শাবক দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের বন কর্মীরা সেটি উদ্ধার করে বেঙ্গল সাফারিতে পাঠিয়ে দেন। তবে সেটি চিতাবাঘের শাবক, নাকি ভাম বিড়ালের শাবক তা এখনও জানা যায়নি। উদ্ধার শাবকের শরীরে কালো ডেরাকাটা থাকলেও বয়স বাড়লে সেটির পরিচয় পাওয়া যাবে বলে বনকর্মীরা জানিয়েছেন। বনদপ্তরের কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পাণ্ডে বলেন, বন্য শাবকটি উদ্ধার করা হয়েছে। তবে সদ্য জন্ম হয়েছে। এজন্য তা কি এখনও বলা যাচ্ছে না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।