• ডিসেম্বরের মধ্যে ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কার
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: আগামী ডিসেম্বরের মধ্যে শিলিগুড়ি শহরের জোড়াপানি ও ফুলেশ্বরী নদী প্রাণ ফিরে পাবে। জঞ্জাল ও দূষণমুক্ত হয়ে এই দু’টি নদীতে আবার স্রোত বইবে। শনিবার সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একথা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শহরের দু’টি গুরুত্বপূর্ণ নদীকে সংস্কার করে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে পুরসভা কয়েক মাস আগে উদ্যোগ নেয়। সেইমতো সেচদপ্তর নদীগুলির বিভিন্ন জায়গায় বাঁধ এবং সংস্কারের জন্য প্রয়োজনীয় কাজ হাতে নিয়েছে বলে জানান মেয়র। 


    তিনি বলেন, এদিন সেচদপ্তরের সঙ্গে সেই কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। শহরের গুরুত্বপূর্ণ দু’টি নদী প্রাণ ফিরে পাবে। সেতুর উপর থেকে যাতে নদীতে কেউ কোনও  আবর্জনা ফেলতে না পারে, সেজন্য এই দু’টি নদীর উপর থাকা প্রতিটি সেতুর দু’দিকে নেট লাগানো হবে।
  • Link to this news (বর্তমান)