• রেশন দুর্নীতিতে হাজার কোটির লেনদেন, চার্জশিটে দাবি ইডির
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুর্নীতি মামলায় আরও এক ধাপ এগল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার বিচার ভবনের বিশেষ পিএমএলএ আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সূত্রের খবর, এই চার্জশিট অভিযুক্ত আনিসুর রহমান ও আলিফ নুরের বিরুদ্ধে। চার্জশিটে ইডির দাবি, রেশন দুর্নীতি মামলায় আনিসুর ও আলিফের মাধ্যমে প্রায় ১০০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এখানেই শেষ নয়, জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও লেনদেনের উল্লেখ রয়েছে চার্জশিটে। এছাড়া ইডির এই চার্জশিটে আরও দুই রেশন ডিস্ট্রিবিউটর ও চারটি সংস্থার উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। 


    প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানের আত্মীয় হল এই আনিসুর ও আলিফ। তাদের গত ২ আগস্ট গ্রেপ্তার করেছিল ইডি। গ্রেপ্তারের আগে তাদের দেগঙ্গার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। বাড়ির পাশাপাশি ধান ও চাল কলে তল্লাশি চালায় সংস্থা। এদিন ১৫৭ পাতার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি। তার সঙ্গে ছিল ৩ হাজার পাতার নথি। চার্জশিটে ইডি দাবি করে, প্রায় ৩৫০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে। তারও উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে।
  • Link to this news (বর্তমান)