নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাদশের পরীক্ষার ফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দিষ্ট ওয়েব পোর্টালে তুলে দেওয়ার নিয়ম চালু হয়েছে বছর কয়েক ধরে। তবে, এবার প্রথম সেমেস্টারের পরীক্ষার ফল আলাদা করে সংসদের কাছে জমা দিতে হচ্ছে না। স্কুলগুলিকে সংসদ নির্দেশ দিয়েছে, একেবারে একাদশের ফাইনাল সেমেস্টারের পরে, এপ্রিলে সেই ফল জমা দিতে পারবে স্কুলগুলি।
এই নির্দেশকে স্বাগত জানিয়েছে সব স্কুল। তাদের বক্তব্য, এই মুহূর্তে সেই ফল তুলতে গেলে বাড়তি চাপ হতো। এমনিতেই বহু স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মীর সঙ্কট রয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর নেই বহু স্কুলেই। ফলে এটা তাদের কাছে স্বস্তির বিষয়।