নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে লিফটের মধ্যে এক মহিলা আইনজীবীর শ্লীলতাহানি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সে মামলায় শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিযুক্ত। বিচারক তাঁকে পাঁচশো টাকার বন্ডে জামিনে মুক্তি দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, মহিলা ব্যাঙ্কশাল আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। হেয়ার স্ট্রিট থানায় লিখিতভাবে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগও দায়ের করেছিলেন। পুলিস অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে নতুন ফৌজদারি আইনে মামলা করে। প্রাথমিক তদন্তের পর নোটিস পাঠিয়ে অভিযুক্তকে থানায় ডেকে পাঠায় পুলিস। আইনি প্রক্রিয়ার শেষে শুক্রবার দুপুরে অভিযুক্ত কর্মী ব্যাঙ্কশাল কোর্টের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক জামিন মঞ্জুর করেন।