নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘যারা আইন নিয়ে পড়ছেন, তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে।’ শনিবার হুগলির মহসিন কলেজের আইন বিভাগের বার্ষিক অনুষ্ঠানে এসে বলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এছাড়াও মহসিন আইন কলেজ থেকে পাশ করা হাইকোর্টের সাত বিচারকের মধ্যে এদিন উপস্থিত ছিলেন, তীর্থঙ্কর ঘোষ, অজয় মুখোপাধ্যায়, পার্থসারথি চট্টোপাধ্যায় ও বিভাস পট্টনায়ক। হুগলি জোনাল জজ জয় সেনগুপ্ত, জুডিশিয়াল সেক্রেটারি সিদ্ধান্ত কাঞ্জিলাল, হুগলি জেলা জজ শান্তনু ঝা, জেলাশাসক মুক্তা আর্য ও জেলা সরকারি কৌঁসুলি শঙ্কর গঙ্গোপাধ্যায় ছিলেন অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘সবসময় আইন সংক্রান্ত বিষয় নিয়ে উৎসাহ তৈরি করতে হবে পড়ুয়াদের। কলেজের প্রাক্তনীরা বর্তমান ছাত্র-ছাত্রীদের সাহায্য করতে পারেন।’