• বিটি রোডে লরির ধাক্কায় মৃত্যু হল বাইকচালকের
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগে বিটি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা। শুক্রবার রাতে চিড়িয়ামোড়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইকচালকের। মৃত সুজিত প্রধান (২৪) পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। কর্মসূত্রে কলকাতায় থাকতেন ওই যুবক। তাঁর মাথায় গুরুতর চোট লাগে। 


    দমদমের দিক থেকে বিটি রোড ধরে ডানলপের দিকে যাচ্ছিল তাঁর বাইকটি। তাঁর মাথায় হেলমেটও ছিল। তখনই উল্টোদিক থেকে একটি পণ্যবাহী লরি ডানলপের দিকে ঘোরে। বাইকটির পাশে ধাক্কা দেয় লরিটি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে বাইকচালক লরির পিছনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। এদিকে চম্পট দেয় লরিটি। লরিচালকের খোঁজ করছে পুলিস। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে। ফোন করে পুলিসের খবর দেন তাঁরাই। ঘটনাস্থলে পৌঁছয় শ্যামবাজার ট্রাফিক গার্ড ও চিৎপুর থানার পুলিস। দেহটিকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে পাঠায় পুলিস। লরিচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে চিৎপুর থানার পুলিস। অন্যদিকে, বাইপাসে মেট্রোপলিটন ক্রসিংয়ে দুই বাইকের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুই চালক। শনিবার দুপুরে প্রগতি ময়দান থানা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিস সূত্রে খবর, আহতদের নাম সুপ্রদীপ মণ্ডল (২৪) ও দিলীপ সরকার (৩০)। দু’জনেরই মাথাতেই হেলমেট ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করে দু’জনকেই এসএসকেএম হাসপাতালে পাঠায় তিলজলা ট্রাফিক গার্ডের পুলিস। প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)