উলুবেড়িয়ার বিস্ফোরণস্থল থেকে সাতটি তাজা বোমা উদ্ধার, আতঙ্ক
বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, উলুবেড়িয়া: গত মঙ্গলবার ফতেপুর রথতলায় শেখ শামসুরের বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় শামসুর, তার ছেলে, ভাইপো সহ একাধিক ব্যক্তি জখম হয়। বুধবার রাতে পূর্ব বাউড়িয়া গ্রামের বাসিন্দা সেখ হাফিজুরকে গ্রেপ্তার করে পুলিস। বর্তমানে সে পুলিস হেফাজতে আছে। এর মধ্যেই শনিবার ওই বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হল সাতটি তাজা বোমা। ফলে আতঙ্কিত গ্রামবাসীদের উদ্বেগ আরও বেড়েছে।
শনিবার দুপুরে উলুবেড়িয়া ১ নং ব্লকের তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর রথতলার বিস্ফোরণস্থলে আসে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। তারা সেখান থেকে সাতটি তাজা বোমা উদ্ধার করে। পরে সেগুলি একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। দুর্ঘটনা এড়াতে গোটা এলাকা এদিন পুলিসে কার্যত মুড়ে ফেলা হয়েছিল। দমকল কর্মীরাও উপস্থিত ছিলেন। এদিন দুপুরে গোটা এলাকা থমথমে ছিল। গ্রামবাসীদের প্রায় প্রত্যেকের মুখে কুলুপ। রাস্তার পাশে চায়ের দোকান সেলিমের। তিনি জানালেন, ঘটনার দিন তিনি জরির কাজে প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনতে বেরিয়েছিলেন। বিকট একটা শব্দ শুনে বুঝতে পারেন, বোমা ফেটেছে। পরে বুঝতে পারেন, ঘটনাটি ঘটেছে তাঁর বাড়ির কাছেই। শনিবার ওই জায়গা থেকে তাজা বোমা উদ্ধার প্রসঙ্গে মহিনা বেগম নামে স্থানীয় এক গৃহবধূ বলেন, ‘ভয়ে দু’চোখ এক করতে পারিনি সেদিন। ভোর হতেই নাতি ও বউমাকে আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিয়ে আমিও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। এখন যেভাবে আরও বোমা উদ্ধার হল, তাতে মনে হচ্ছে, খুব জোর বেঁচে গিয়েছি।’