• বিজিবির হাতে ধৃত: মদ্যপ অবস্থায় চেকপোস্ট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়লেন ২ যুবক 
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দ্রুতগতিতে গাড়ি নিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ল দুই ভারতীয়। তাদের গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গাড়িতে থাকা দুই যুবকই মদ্যপ ছিল বলে অভিযোগ। বিজিবি সূত্রে খবর, অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়া ওই দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। 


    শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। বাংলাদেশের সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ভোমরা বন্দর দিয়ে এক ভারতীয় চালক ও তার সহকারী একটি সাদা গাড়ি নিয়ে গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ে। সীমান্তে কর্তব্যরত বিজিবির একটি টিম তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অসংলগ্ন কথাবার্তা শুনে বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরে নিয়ে যায় তাদের। সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, অভিযুক্তরা উত্তর ২৪ পরগনার নিউটাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের বাসিন্দা। নাম প্রকাশ সরকার ও দিলু সরকার। শনিবার এ বিষয়ে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার ও বিএসএফ ঘোজাডাঙা কোম্পানি কমান্ডারের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’ অনুষ্ঠিত হয়। বিজিবির তরফে সুবেদার আফজাল হোসেন বলেন, ‘বিএসএফের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে এই দুই ভারতীয় নাগরিক তীব্র গতিতে ভোমরা বন্দরের জিরো পয়েন্টের ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে। সেই সময় ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট সহ তিনটি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, একটি মোটর সাইকেল ও একটি ইজি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ঘোজাডাঙা বন্দরে বিএসএফের কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার বলেন, ‘গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এই ঘটনা ঘটেছে। গাড়ির গতিও ছিল অত্যন্ত বেশি। ভারতের দিকেও তিন-চারটি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই গাড়ির ধাক্কায়। এছাড়া ঘোজাডাঙা বন্দরের দু’টি গেট ভেঙে গিয়েছে। বেপরোয়া গতির কারণেই বিএসএফের টহলদারি টিমটি তাদের আটকাতে ব্যর্থ হয়। এ ব্যাপারে তিনি বিজিবির কাছে দুঃখপ্রকাশও করেন।
  • Link to this news (বর্তমান)