শোভাযাত্রার জন্য বরাদ্দ অর্থে বন্যা কবলিতদের সাহায্য
বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দুর্গাপুজোর বাজেটের কিছুটা বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য ব্যয় করল হুগলির একটি পুজো কমিটি। রামেশ্বরপুর দক্ষিণপাড়া বারোয়ারি সমিতির তরফে দুর্গাপুজোর বাজেট থেকে ২৫ হাজার টাকার বিভিন্ন খাদ্যসামগ্রী কেনা হয়েছে। ইতিমধ্যেই সেই সামগ্রী খানাকুল-২ ব্লকের ধান্যগড়িয়া পঞ্চায়েতের কাগনান গ্রামে বিতরণ করে এসেছেন পুজো কমিটির সদস্যরা।