• কলেজে বিক্ষোভ, তালাবন্দি শিক্ষক ও শিক্ষাকর্মীরা
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, তারকেশ্বর: হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ে সময়ে কলেজে আসেন না অধ্যাপকরা। শনিবার এর প্রতিবাদে স্মারকলিপি দিতে গিয়েছিলেন পড়ুয়ারা। সে সময় এক ছাত্রকে নিগ্রহ করার অভিযোগ ওঠে। তারপর কলেজের গেটে তালা আটকে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখান। শেষ পাওয়া খবর অনুযায়ী, রাত পর্যন্ত আটকে ছিলেন অধ্যাপক সহ কলেজের কর্মীরা। ছাত্র তারকনাথ দাস বলেন, ‘দীর্ঘদিন ধরে মর্নিং বিভাগের শিক্ষকদের একাংশ আসেন সকাল দশটার পর। অথচ কলেজ শুরু হয় সাড়ে আটটায়। দিবা বিভাগের অনেকে আসেন দুপুর সাড়ে ১২টা অথবা একটায়। অথচ কলেজ শুরুর সময় সকাল দশটা। এছাড়া কলেজে এসে টিচার রুমে বসে থাকেন। ক্লাস করান না। সাড়ে তিনটে বাজলে চলে যান। এর প্রতিবাদ জানিয়ে ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে স্মারকলিপি জমা দিতে গেলে বাণিজ্য বিভাগের এক ছাত্র নিগৃহীত হয়। কলেজে দিনের পর দিন চলতে থাকা এই অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। ভয় দেখিয়ে বলা হয়, আমরা বহিরাগত। পুলিস দিয়ে তুলিয়ে দেওয়া হবে। আমাদের প্রত্যেকের গলায় পরিচয়পত্র রয়েছে। এর প্রতিবাদে প্রত্যেককেই কলেজে আটকে রেখে দিই।’ ভারপ্রাপ্ত অধ্যাপক অজয় ভট্টাচার্য বলেন, ‘ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ওদের অভিযোগ নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান হবে।’
  • Link to this news (বর্তমান)