• ৮০টি মোবাইল ফেরাল পুলিস
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল শনিবার মালিকদের হাতে ফিরিয়ে দিল বসিরহাট থানার পুলিস। বসিরহাট থানা এলাকায় বিভিন্ন সময়ে কখনও ছিনতাইবাজের খপ্পরে পড়ে, কখনও বা মনের ভুলে এই মোবাইলগুলি হারিয়ে ফেলেছিলেন সেগুলির মালিকরা। তাঁরা এনিয়ে বসিরহাট থানায় লিখিত অভিযোগও জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে একমাসের ভিতরে ওই ৮০টি মোবাইল উদ্ধার করে। এদিন সেই সমস্ত মালিকদের থানায় ডেকে তাঁদের হাতে ওই মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে একজন জানান, বহু কষ্ট করে মেয়েকে মোবাইল কিনে দিয়েছিলাম। হঠাৎ সেই মোবাইল হারিয়ে যাওয়ায় বাড়ির সবার মন খারাপ ছিল। একে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, ভেবেছিলাম মোবাইল আর ফিরে পাব না। কিন্তু পুলিসের তৎপরতায় ফেরত পেয়ে খুশি আমরা।
  • Link to this news (বর্তমান)