সংবাদদাতা, বনগাঁ: শনিবার বনগাঁ পুলিস জেলায় চালু হল ‘দৃষ্টি’ নামে সুসংহত কন্ট্রোল রুম। মহিলা পরিচালিত পিঙ্ক পেট্রল ভ্যানের সূচনাও হয়। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার সহ ছিলেন ডিআইজি বারাসত ভাস্কর মুখোপাধ্যায়। এর আগে বনগাঁ পুলিস দশভূজা নামে দশটি প্রকল্পের সূচনা করেছিল। সেই প্রকল্পেরই অন্তর্গত সুসংহত কন্ট্রোল রুমের উদ্বোধন হল। বনগাঁ পুলিস জেলার সুপার দীনেশ কুমার জানিয়েছেন, সুসংহত কন্ট্রোল রুম থেকে পুরো জেলা কন্ট্রোল করা হবে। ২০০ সিসিটিভি ক্যামেরার তথ্য এখান থেকে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এদিন দু’টি মহিলা পরিচালিত পিঙ্ক পেট্রল ভ্যান চালু করা হয়েছে। পরবর্তীকালে প্রতি থানাতে এই ভ্যান চালু করা হবে।