• স্যান্ডেলের বিল পঞ্চায়েতে স্বাস্থ্য সচেতনতা শিবির
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বসিরহাট: হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগে হল স্বাস্থ্য সচেতনতা শিবির। জল অপচয় রোধ করা, এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ডাবের খোলা, চায়ের কাপ, প্লাস্টিক না ফেলা নিয়ে এলাকাবাসীকে সচেতন করা হয় সেখানে। পাশাপাশি মশাবাহিত রোগ এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সবাইকে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায়, হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল প্রামাণিক, হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিষেক দাঁ, ব্লক সভাপতি শহিদুল্লাহ গাজি, বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন, স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস ও সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য ও আশা কর্মীরা।
  • Link to this news (বর্তমান)