• টাকা চেয়ে হুমকি হাইকোর্টের আইনজীবীকে
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ১ হাজার টাকা তোলা চেয়ে হুমকি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে। পাশাপাশি হেলমেট দিয়ে আইনজীবীর গাড়িতে আঘাতও করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির জনৈক স্কুটিচালক সমীরণ সেনগুপ্তের দিকে। নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা ওই আইনজীবীর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার স্কুটিচালকের বিরুদ্ধে তোলাবাজির মামলা দায়ের করে তদন্তে নেমেছে সার্ভে পার্ক থানার পুলিস। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, শুক্রবার সকাল পৌনে ১১টা নাগাদ অভিদীপ্তা আবাসনের কাছে অভিযুক্ত স্কুটিচালক ও আইনজীবীর মধ্যে ওই ঘটনা ঘটে। আইনজীবী তাঁর নিজের গাড়িতে চেপে যাচ্ছিলেন। তখন ওই স্কুটি ও তাঁর গাড়ির মধ্যে ধাক্কা থেকে সমস্যার সূত্রপাত বলে জানা গিয়েছে। শনিবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। অভিযুক্ত স্কুটিচালকের খোঁজ করছে সার্ভে পার্ক থানার পুলিস।
  • Link to this news (বর্তমান)