• করিমপুর-কলকাতা রুটে ফের চালু হল সরকারি বাস চলাচল
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, করিমপুর: প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকার পরে শনিবার ফের চালু হল করিমপুর-কলকাতা রুটে সরকারি বাস পরিষেবা। এদিন করিমপুর নতুন বাসস্ট্যান্ডে একটি অনুষ্ঠানে এই বাস পরিষেবার সুচনা করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, নদীয়ার জেলাশাসক, তেহট্টের মহকুমা শাসক, স্থানীয় বিধায়ক ছাড়াও প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, একটি সরকারি বাস প্রতিদিন ভোর পৌনে ছ’টায় করিমপুর থেকে যাত্রী নিয়ে রওনা দেবে এবং কলকাতা থেকে বিকেল তিনটে পনেরো মিনিটে ছেড়ে আসবে। 


    করিমপুর এলাকার বাসিন্দারা জানান, করিমপুর ১ ও ২ ব্লকের আঠারোটি গ্রাম পঞ্চায়েত এলাকার এবং নাজিরপুর, বেতাই, তেহট্টের বহু মানুষ চিকিৎসা কিংবা সরকারি অফিসের বিভিন্ন কাজে প্রতিদিন কলকাতা, কৃষ্ণনগর যান। রেল যোগাযোগ না থাকায় করিমপুর থেকে জেলা সদর  কৃষ্ণনগর বা কলকাতা যাওয়ার একমাত্র মাধ্যম বাস। তাই বহু বছর আগে থেকে করিমপুর, শিকারপুর থেকে কলকাতা বা দুর্গাপুর রুটে আটটি সরকারি বাস চলাচল করত। বছর দেড়েক আগে থেকে সেই সরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের অভিযোগ, কিন্তু এই রুটে রেলপথ না থাকায় বাস পরিবহণই মানুষের একমাত্র ভরসা। 


    সরকারি বাস ছাড়াও করিমপুর থেকে প্রতিদিন প্রায় দেড়শো বেসরকারি যাত্রীবাহী বাস কৃষ্ণনগর ও কলকাতা যাতায়াত করে। কিন্তু সরকারি বাস বন্ধ হওয়ায় করিমপুর সহ সীমান্তের কয়েক লক্ষ মানুষকে অনেক বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে যাতায়াত করতে হয়। তাছাড়া সরকারি বাসে যাতায়াত অনেক বেশি আরামদায়ক এবং বেসরকারি বাসের তুলনায় সরকারি বাসের ভাড়া যেমন কম, তেমনি সময়ও কম লাগত। করিমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত আশি কিমি রাস্তার বাস ভাড়া সরকারি তালিকা অনুযায়ী ষাট টাকা। কিন্তু বেসরকারি বাসে দিতে হয় নব্বই টাকা। এলাকার অনেকে জানান, সারাদিনে একটি মাত্র বাস চলাচল করলে সাধারণ মানুষের খুব বেশি উপকার হবে না। আরও কিছু সরকারি বাস এই রুটে চালানো প্রয়োজন। যদিও এব্যাপারে মহুয়া মৈত্র জানান, বাস বন্ধের কারণ হিসাবে পরিবহণ দপ্তর থেকে জানানো হয়েছিল, আগে যে সরকারি বাসগুলো চলাচল করত, তাতে যাত্রী না হওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছিল। করিমপুর থেকে কলকাতা যাওয়ার সময় বেশিরভাগ যাত্রী কৃষ্ণনগরে নেমে যেতেন এবং কৃষ্ণনগর থেকে ট্রেনে যেতেন। পরিবহণ দপ্তর ও জেলা প্রশাসনের চেষ্টায় এখন একটি সরকারি বাস চালু হল। আগামী দিনে যাত্রী সংখ্যা থাকলে আরও বাস চালানো হবে। তাছাড়াও করিমপুর থেকে বহরমপুর রুটেও সরকারি বাস চলাচলের চেষ্টা করা হচ্ছে।  
  • Link to this news (বর্তমান)