• বাস ধর্মঘটের পঞ্চম দিনে শোরুমে হানা
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটে পকেট রুটে বাস ধর্মঘটের পাঁচদিন পরেও সমাধানের রাস্তা বের হল না। তবে টোটোর বেআইনি শোরুমের সন্ধানে অভিযান শুরু করল পুলিস ও প্রশাসন। শনিবার পতিরাম ও বালুরঘাট থানা এলাকার বেশকিছু শোরুম থেকে টোটো বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি একাধিক রুটে টোটোর অবাধ চলাচল নিয়ে নজরদারি চালাচ্ছে পরিবহণ দপ্তর ও পুলিস।


    এদিনের অভিযানের পরেও অবশ্য সিদ্ধান্ত বদল করেননি বাস মালিকরা। তাঁদের অভিযোগ, এখনও বালুরঘাটের বাসস্ট্যান্ড, হিলি মোড়ে টোটোর দাপট কমেনি। তাই শোরুমে নয়, রাস্তায় অভিযান চালাতে হবে। 


    বালুরঘাট মোটর্স ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী বলেন, শোরুমে অভিযানের কথা শুনেছি। কিন্তু টোটোর বিরুদ্ধে এখনও ব্যবস্থা নিতে দেখলাম না। সেজন্য বাস পরিষেবা বন্ধ রেখেছি। সোমবার ফের প্রশাসনের দ্বারস্থ হব। 


    দক্ষিণ দিনাজপুর জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তরের আধিকারিক অনুপম চক্রবর্তীর মন্তব্য, রাস্তায় মাইকিং করার পাশাপাশি অভিযান চলছে। অবাধে টোটোর চলাচল আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রাজ্য সরকারের গাইডলাইন না আসা পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।


    গত মঙ্গলবার বালুরঘাট থেকে পকেট রুটে বাস চলাচল বন্ধ হয়েছিল। ফলে পুজোর মুখে হিলি, কুমারগঞ্জ, তপন, সহ একাধিক রুটের যাত্রীদের হয়রান হতে হচ্ছে। তাঁরা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছেন। 


    হিলির বাঙালিপুরের ছাত্রী ঝিলিক সাহা বলেন, বাস চলছে না বলে টোটো করে টিউশনে যেতে হয়েছে। আসার পথেও অনেক ভোগান্তি হয়েছে। পরিষেবা স্বাভাবিক করতে প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। 


    সূত্রের খবর, জেলাজুড়ে কমপক্ষে ৫০টি টোটোর অবৈধ শোরুম রয়েছে। সবগুলিতেই পরপর অভিযান চলবে। বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, পরিবহণ দপ্তরের সঙ্গে বেশকিছু শোরুমে অভিযান চালিয়ে টোটো বাজেয়াপ্ত করার পর নথি যাচাই করা হচ্ছে।  পতিরামের একটি টোটোর দোকানে জারি রয়েছে অভিযান। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)