• কল সেন্টারের আড়ালে বিদেশিদের প্রতারণা, বেলুড় থেকে নগদ সহ ধৃত দুই
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলুড়ের একটি বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টার খুলে দিনের পর দিন চলছিল প্রতারণা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই কল সেন্টার থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিস। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৫০ হাজার টাকা সহ একাধিক সামগ্রী। নিজেদের টেকনিক্যাল সাপোর্ট কর্মী হিসেবে পরিচয় দিয়ে আমেরিকায় বসবাসকারী নাগরিকদের ফোন করে অভিযুক্তরা টাকা হাতিয়ে নিত বলে জানিয়েছে পুলিস।


    পুলিস সূত্রে জানা গিয়েছে, বেলুড়ের বিপিনকৃষ্ণ কুমার স্ট্রিটের একটি বাড়ির একতলায় দীর্ঘদিন ধরেই চলছিল ওই ভুয়ো কল সেন্টারের কারবার। ভানুপ্রতাপ সিং ও রাজ রবি দাস নামের লিলুয়ার দুই বাসিন্দা এই কল সেন্টারটি চালাচ্ছিল। কল সেন্টারে তারা বেশ কয়েকজনকে কর্মী হিসেবেও নিয়োগ করেছিল। একটি অনলাইন পেমেন্ট সংস্থার টেক সাপোর্ট কর্মী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আমেরিকায় বসবাসকারী ওই সংস্থার গ্রাহকদের ফোন করতো তারা। এরপর প্রযুক্তিগত ত্রুটি দেখিয়ে তা ঠিক করে দেওয়ার নাম করে সার্ভিস ফি বাবদ মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত তাঁদের থেকে।


    এদিন দুপুরে হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা বাড়িটিতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করে। পাশাপাশি বেশ কয়েকজন কর্মীকেও আটক করা হয়েছে। ভুয়ো কল সেন্টার থেকে নগদ ৫০ হাজার টাকা, চারটি ডেস্কটপ, দুটি ল্যাপটপ, ৯টি মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিস। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, বহুদিন ধরেই এই বেআইনি কারবার চলছিল। বাড়িটি যিনি ভাড়ায় দিয়েছিলেন, তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের সঙ্গে অন্য কোনও চক্র কাজ করছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)