• SC-তে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য, সাগর দত্ত কাণ্ডে বিস্ফোরক ডাক্তাররা
    হিন্দুস্তান টাইমস | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর পরিবারের হাতে চিকিৎসকদের হেনস্থার ঘটনার আবহে এবার সামনে এল বিস্ফোরক দাবি। চিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হবে, এই মর্মে প্রতিশ্রুতি দিয়ে আরজি কর মামলার সুপ্রিম শুনানিতে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, পরবর্তী সাত থেকে ১৪ দিনের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হবে। তবে এবার ডাক্তারদের অভিযোগ, সেই প্রতিশ্রুতির পর প্রায় ১২ দিন কেটে গেলেও এই বিষয়ে কাজ প্রায় শুরুই করেনি প্রশাসন। সাগর দত্ত হাসপাতাল চত্বর জুড়ে বর্তমানে ১০০টিরও কম সিসিটিভি ক্যামেরা আছে বলে অভিযোগ। এই আবহে নাকি কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, মোট ৩৬০টি সিসি ক্যামেরা লাগানো হবে। কিন্তু তার পর কোনও কাজ এগোয়নি।


    উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজে। সেই ঘটনায় নাকি মৃত রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসকদের এবং নার্সদের মারধর করেছিল। ঘটনায় নাকি পুলিশকর্মীও জখম হয়েছিলেন রোগীর পরিবারের মারধরে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাগর দত্তে জুনিয়র ডাক্তার এবং নার্সরা কর্মবিরতির ঘোষণা করেন। তার মাঝে রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তার বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। গতকাল সাগর দত্তে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব। তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনরত চিকিৎসক-পড়ুয়ারা। এই সবের মাঝে রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররাও সার্বিক ভাবে সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন।


    প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। সেখানে রাজ্য সরকার কী নথি পেশ করে সেটা দেখে নিতে চাইছেন ডাক্তাররা। তারপর থেকেই কর্মবিরতির ডাক দেওয়া হতে পারে। এই নিয়ে জুনিয়র ডাক্তারদের বক্তব্য, 'সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমাদের নিরাপত্তা নেই। আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। আমাদের শুনতে হল আবার অভয়া করে দেব। থ্রেট কালচারকে উপড়ে ফেলার জন্য আমরা দাবি তুলেছিলাম। আজকে তো অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস প্রকাশ্যে বাইট দিচ্ছেন। শর্ট ফিল্ম বের করা হচ্ছে। এই সব সাহস কোথা থেকে পাচ্ছে? আলোচনা করে কী হল! সাগর দত্তের মতো ঘটনা হল। শাসকদলের বিধায়ক বলছেন ৫০ ডাক্তারকে ৫০ হাজার লোক দিয়ে মারধর করব। সাগর দত্তে সুইপারদের কমান্ডো সিকিউরিটির পোশাক পরে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের আন্দোলন যা হবে এবার শাসক এবার ভয় পাবে। হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকের।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)