• মহালয়ায় ধর্মতলায় মহামিছিল, সমাবেশ জুনিয়র ডাক্তারদের
    এই সময় | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • মহালয়ার দিন, ২ অক্টোবর ধর্মতলায় মহামিছিল এবং সমাবেশের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এই মিছিল। শুক্রবার 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট' এসএসকেএম-এর অডিটোরিয়ামে একটি সমাবেশের আয়োজন করে। সেখানেই জুনিয়র ডাক্তাররা জানান, পাঁচ দফা দাবিতে তাঁদের লড়াই চলবে। যতক্ষণ না পর্যন্ত তা পূরণ হচ্ছে লড়াই চালানো হবে। বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে ওঠা ‘থ্রেট কালচার’ নিয়েও এ দিন সরব হতে দেখা যায় জুনিয়র চিকিৎসকদের।জুনিয়র ডাক্তাররা শুক্রবার জানান, তাঁরা মানসিকভাবে উৎসবের জন্য প্রস্তুত নন। ২ অক্টোবর মহালয়া। এই দিন তাঁরা মহামিছিলের ডাক দিয়েছেন। এ দিন দুপুর ১টা নাগাদ কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে। ধর্মতলায় মিছিল শেষ হওয়ার পর একটি সমাবেশও হবে সেখানে। 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট' এর সঙ্গে ‘আমরা তিলোত্তমা’ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। আরজি কর কাণ্ডে ন্যায় বিচার, ভয়ের রাজনীতির বিরোধিতা, থ্রেট কালচার সমূলে ধ্বংস করার দাবি নিয়ে এই মিছিল বলে জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

    উল্লেখ্য, সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সম্প্রতি কর্মবিরতি তুলে নেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। কিন্তু সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের একবার জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটেছে সম্প্রতি। সেই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন।

    অন্যদিকে, জুনিয়র ডক্টর্স ফ্রন্টও তাঁদের সমর্থন করেছেন। সোমবার আরজি কর মামলা উঠছে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতে রাজ্য চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কী জানায়, সেই দিকে নজর থাকবে বলে জানিয়েছে চিকিৎসকদের এই সংগঠন। সুপ্রিম কোর্টে রাজ্য সদর্থক বার্তা না দিলে ফের কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারি তাঁদের।
  • Link to this news (এই সময়)