• ময়নাগুড়িতে তিস্তার বাঁধ মেরামতির কাজ শুরু করল সেচ দপ্তর
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আজ, রবিবার জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার ধর্মপুরে তিস্তার ১০৫ নম্বর বাঁধ মেরামতির কাজ শুরু করল সেচ দপ্তর। এদিন সকাল থেকেই শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। এই প্রসঙ্গে জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, ‘শনিবার ধর্মপুরে পরিদর্শনের সময় দেখা গিয়েছিল বাঁধের অনেকটা অংশই ভাঙা। এরপরই জরুরি ভিত্তিতে সেচ দপ্তরকে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়। সেই মতো এদিন সকাল থেকে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে।’


    অন্যদিকে গতকাল, শনিবার রাতে আচমকাই তিস্তার জল ঢুকে যায় জলপাইগুড়ি সদরের পাতকাটা পঞ্চায়েতের বেনিয়াপাড়া এলাকায়। স্থানীয় মানুষজনকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হলেও আটকে পড়ে একাধিক গবাদি পশু। খবর দেওয়া হয় দমকলকে। কিন্তু তারা পৌঁছনোর আগেই চারটি পশু ভেসে যায়। পাশাপাশি ময়নাগুড়ির মতিয়ার চর এলাকাতেও গতকাল তিস্তার জল ঢুকে বিপত্তি ঘটে। এসডিও জানিয়েছেন, সেখান থেকে প্রায় ২৫ জনকে উদ্ধার করে হেলাপাকড়ির ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে।


    জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে খবর, সদর ব্লকে ৭টি, ময়নাগুড়ি ব্লকে ৩টি এবং রাজগঞ্জ ব্লকে ৩টি ত্রাণ শিবির চলছে। সেখানে আশ্রয় নিয়েছেন তিস্তা পাড়ের দুর্গতরা। তাঁদের খাবারের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)