• খাস কলকাতায় এক নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেপ্তার রিকশ চালক
    বর্তমান | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে এক নাবালিকাকে যৌন হেনস্তা। অভিযুক্ত এক রিকশ চালক। ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রিকশ চালককে গ্রেপ্তার করেছে গার্ডেনরিচ থানার পুলিস। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। পুলিস সূত্রে খবর, গতকাল, শনিবার সকাল সাড়ে ১০টার সময়ে ওই ব্যক্তির রিকশতে করে বাঁধা বড়তলা থেকে নট বেহারি মোড়ের স্কুলে যাচ্ছিল নাবালিকাটি। অভিযোগ, সেই সময়েই ওই নাবালিকার যৌন হেনস্তা করে রিকশ চালকটি। বিষয়টি জানতে পেরে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের সদস্যরা। তদন্ত নেমে বাঁধা বড়তলা থেকে নট বেহারি মোড় পর্যন্ত থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিস। সেই ফুটেজের ভিত্তিতেই ওই রিকশ চালকের সন্ধান পায় পুলিস। তারপরেই গ্রেপ্তার করা হয় তাকে। অভিযুক্ত মেটিয়াবুরুজের বাসিন্দা। বয়স ৫৮ বছর। অভিযুক্তের রিকশটিও বাজেয়াপ্ত করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)