• দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত বাইক, হলদিয়ায় শোরগোল
    এই সময় | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • চলমান বাইকে আচমকা আগুন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপ মোড়ে। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন। খবর পেয়ে সেখানে পৌঁছয় হলদিয়া থানার পুলিশও। সুস্থ রয়েছেন ওই বাইক আরোহী। রবিবার সোলেমান খান নামক এক যুবক টাউনশিপের মাখন বাবু বাজারের দিক থেকে বাইকে আসছিলেন। আচমকাই তাঁর বাইক থেকে ধোঁয়া বার হতে শুরু করে। আতঙ্কে বাইক দাঁড় করিয়ে দেন তিনি। বাইক থেকে নামার পরেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দৃশ্য দেখে দৌড়ে আসেন স্থানীয়রা।প্রথমে তাঁরাই বালতিতে করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন। তবে হলদিয়া থানা পুলিশ এবং দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। সোলেমান খান কুকড়াহাটির বাসিন্দা। তিনি পেশায় জেসিবি চালক এবং কাজের জন্যই তিনি হলদিয়াতে গিয়েছিলেন।

    গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন তিনি। সোলেমান বলেন, ‘আচমকাই দেখি বাইক থেকে ধোঁয়া বার হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম ইঞ্জিনে কোনও সমস্যা। তাই নেমে দেখব বলে ঠিক করি। যদি বাইক থেকে না নামতাম, তাহলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত।’

    ঘটনায় আতঙ্ক প্রত্যক্ষদর্শীদের মনেও। তাঁদের কথায়, ‘বাইক কমবেশি অনেকেই চালান। এই ধরনের ঘটনা কোনওদিন দেখিনি।’ বাইকটিতে কেন আগুন ধরল, তা খতিয়ে দেখা হবে বলে জানান দমকল বিভাগের কর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ত্রুটিপূর্ণ ইঞ্জিনের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ওই বাইকের সমস্ত আইনি কাগজপত্রও খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (এই সময়)