• একের পর এক সীমান্তের গেট ভেঙে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ল পিক আপ ভ্যান, ধৃত ২
    হিন্দুস্তান টাইমস | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • গভীর রাত। সেই সময় অন্ধকারের মধ্যেই সীমান্তের গেটের কাছে ছুটে আসছে একটি পিক আপ ভ্যান। তা দেখে ভ্যানটিকে থামানোর চেষ্টা করেন বিএসএফ জওয়ানরা। কিন্তু, গাড়ির গতি এতটাই ছিল যে তাতে লাভ কিছুই হয়নি। শেষ পর্যন্ত সীমান্তের গেট ভেঙে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ল বেপরোয়া ওই পিক আপ ভ্যান। এমনই ঘটনা ঘটেছে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে। বিএসএফ-এর ১০২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের সামনেই গাড়িটি সীমান্তের গেট ভেঙে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে। তবে দুজনকেই গ্রেফতার করেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। 


    জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। গাড়িটি ঘোজাডাঙা স্থলবন্দর হয়ে বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। সাতক্ষীরা শহরের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ গাড়িটি আটকায়। জানা যাচ্ছে, ওই গাড়িতে দুই যুবক ছিলেন। সেটা মুরগির ডেলিভারির জন্য ব্যবহৃত একটি মাহিন্দ্রা বোলেরো ভ্যান। বাংলাদেশের ভিতরে প্রবেশ করার সময় উভয় সীমান্তের গেট ভেঙে দেয়। চালক মদ্যপ অবস্থাতেই এই কাজ করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিএসএফ সূত্রের খবর গাড়িটি নিউ টাউন থেকে রওনা দেয়। বাংলাদেশের ভূখণ্ডের ১২ কিলোমিটার ভিতরে সাতক্ষীরার কাছে বাকাল চেকপোস্টে গাড়িটি থামাতে সক্ষম হয় বিজিবি। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এমন ঘটনায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

    আরও জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তে পৌঁছনোর পর প্রায় ৪০ মিনিট পরে বিজিবি সেটির পিছু ধাওয়া করে। চেকপোস্টের গেটের পাশাপাশি একটি বাইকে ধাক্কা মারে গাড়িটি। এছাড়াও একটি অটো, একটি ই-রিক্সা, একটি দোকানে ধাক্কা মারে। তিনটি কুকুরকে পিষে দেয়। এই ঘটনার পরেই শনিবার ভোরে বিএসএফ ও বিজিবির মধ্যে  বৈঠক হয়। 

    বিএসএফ-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র, ডিআইজি নীলোৎপল কুমার পান্ডে জানান, এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা আরও বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বিএসএফ আধিকারিকরা বিজিবিকে ওই দুই ভারতীয়কে হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন। জানা গিয়েছে, গাড়িতে থাকা দুই যুবকের নাম হল দিলু সরকার ও প্রকাশ সরকার। দিলুর বয়স ২০ এবং প্রকাশের বয়স ৩৯। তাদের বাড়ি নিউ টাউন থানার গৌরাঙ্গনগর এলাকায়।  ইতিমধ্যেই তাদের বাংলাদেশের আদালতে তোলা হয়েছে। সেখানে তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)