• দুর্গাপুজোয় কতগুলি ট্রেন চলবে?‌ কলকাতা মেট্রো একাধিক রুটে নিচ্ছে বিশেষ উদ্যোগ
    হিন্দুস্তান টাইমস | ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • হাতে আর বাকি ১০ দিন। তারপরই বাংলার মানুষ উৎসবে মেতে উঠবেন। এখন থেকেই দুর্গাপুজোর শপিং শুরু হয়ে গিয়েছে। সুতরাং বাংলার মানুষ যে উৎসবে ফিরেছেন সেটা এখনের ভিড় দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে গেলে তো শহরে ভিড় বাড়বে। একপ্রান্ত থেকে আর একপ্রান্তে দ্রুত যেতে চাইবেন উৎসবমুখর মানুষজন। আর তা করতে আরামদায়ক নিরাপদ যাত্রা মিলবে কলকাতা মেট্রো রেলে। রাতভর ঠাকুর দেখা থেকে শুরু করে জেলা থেকে শহরে এসে উৎসবের আনন্দ মেতে ওঠা সম্ভব হবে মেট্রো রেলের জন্য। তাই মেট্রোর সময়সূচি নিয়ে কৌতূহল দেখা দিতে শুরু করেছে। দুর্গাপুজোর চারদিন প্রত্যেক বছরই মাঝরাত পর্যন্ত মেট্রো চলে। সময়সূচিতেও আসে বদল। এবার চতুর্থী থেকে একাদশী পর্যন্ত সূচি তৈরি হয়েছে। সময়সূচি নিয়ে এখনও মেট্রোর তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    আগামী ৭ অক্টোবর চতুর্থী। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৮৮টি ট্রেন চলবে। সকাল ৬টা ৫০ মিনিটে চলবে প্রথম মেট্রো। শেষ মেট্রো চলবে রাত ১০টা ৪০ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রুটে মোট ১০৬টি ট্রেন চলবে। প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা ৪০ মিনিটে। আর সেদিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুট মোট ১১৮টি ট্রেন চলবে। জোকা থেকে হাওড়া মাঝেরহাট রুট মোট ১৮টি ট্রেন চলবে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ৩টে ৩৫ মিনিট পর্যন্ত ৫০ মিনিট অন্তর চলবে মেট্রো। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে মোট ৭৪টি ট্রেন চলবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পাওয়া যাবে। একইরকমভাবে পাওয়া যাবে পঞ্চমী–ষষ্ঠীতেও।


    এবার সপ্তমীর সূচি। ১০ অক্টোবর সপ্তমী। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ২৪৮টি ট্রেন চলবে। দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রুটে মোট ৬৪টি ট্রেন চলবে। দুপুর ১টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মোট ১১৮টি ট্রেন চলবে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। জোকা থেকে হাওড়া মাঝেরহাট রুটে কোনও মেট্রো চলবে না। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে একই সূচি থাকবে।

    এই বছর একইদিনে পড়েছে অষ্টমী নবমী। তাই ১১ অক্টোবর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুট মোট ২৪৮টি ট্রেন চলবে। দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রুটে মোট ৬৪টি ট্রেন চলবে। দুপুর ১টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মোট ১১৮টি ট্রেন চলবে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৪৫ মিনিট চলবে। জোকা থেকে হাওড়া মাঝেরহাট রুট, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে চলবে না মেট্রো। আর দশমীর দিন ১২ অক্টোবর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ১৭৪টি ট্রেন চলবে। দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রুটে মোট ৪৮টি ট্রেন চলবে। দুপুর ২টো থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মোট ৮২টি ট্রেন চলবে। জোকা থেকে হাওড়া মাঝেরহাট, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে কোনও মেট্রো চলবে না।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)