• মহিষাদলের আটকিনা হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী তৃণমূল
    বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হলদিয়া: আজ, রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের আটকিনা হাই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। সেই ভোটে জয়ী হয়েছে তৃণমূল। জানা গিয়েছে, ৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে শাসকদল।


    এদিন সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরই উচ্ছ্বসিত হয়ে পড়েন তৃণমূল সমর্থকরা। সবুজ আবির খেলে জয় উদযাপন করেন তাঁরা। এই নির্বাচনে মোট দু’টি প্যানেল ছিল। একটি তৃণমূল এবং অপরটি বিজেপি ও সিপিএম জোট। কিন্তু আজ ভোটে কার্যত ধরাশায়ী হয়েছে ওই জোট। এদিনের নির্বাচনে মোট ১৯৭টি ভোট পড়েছে। তৃণমূল প্রার্থীরা জোট প্রার্থীদের তুলনায় দ্বিগুণ ভোট পেয়েছেন বলে খবর। তৃণমূলের জয়ীদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ইতিমধ্যেই জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী।
  • Link to this news (বর্তমান)