বারুইপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা বাসের, আহত ২ শিশু
বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িকে ধাক্কা মারল একটি বাস। আজ, রবিবার বারুইপুরের যোগীবটতলা মোড়ের কাছে দুর্ঘনাটি ঘটেছে। আহত হয়েছে দুই শিশু। এরপরই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বারুইপুর থানার পুলিস।
স্থানীয় সূত্রের খবর, বারাসত থেকে বারুইপুরের দিকে আসছিল ওই বাসটি। বারুইপুরের কাছে যোগীবটতলা মোড়ের কাছে বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় দুই শিশু আহত হয়েছে বলে জানা গিয়েছে। এরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উত্তেজিত জনতা বাসটিকে ভাঙচুরও করে বলেও অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিস। জানা গিয়েছে, আহত দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিস গোটা ঘটনার তদন্তে শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রসঙ্গত, কয়েক মাস আগেও এই এলাকায় বারুইপুর-বারাসাত রুটের একটি বাসের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ঘটেছিল। পথ দুর্ঘটনা রোধে ওই এলাকায় বাম্পার হওয়ার কথা থাকলেও, তা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এরপর আজ এই দুর্ঘটনার পরই বাম্পার তৈরির দাবিতে ফের সরব হন এলাকার মানুষজন। করেন রাস্তা অবরোধও।