• আরজি কাণ্ডে প্রতিবাদে এবার শহরে মশাল মিছিল, স্লোগান উঠল 'কাশ্মীর মাঙ্গে আজাদি'!
    ২৪ ঘন্টা | ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এবার শহরে মিছিল। আর সেই মিছিল থেকে উঠল 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান! ঘটনাটি ঘটেছে যাদবপুরে।

    রাত পোহালেই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। দোষীদের কবে শাস্তি পাবে? ফের পথে নামলেন জুনিয়র চিকিত্‍সক। কলকাতার ৭ মেডিক্যাল কলেজ থেকে বেরোল মশাল মিছিল। সেই মিছিলে হাঁটলেন সাধারণ মানুষ।

    শহরে মশাল মিছিল

    --

    আরজি কর থেকে শ্য়ামবাজার পাঁচ মাথার মোড়

    মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা

    এসএসকেএম থেকে ধর্মতলা

    এনআরএস থেকে ধর্মতলা

    ক্য়ালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট

    সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে ডানলপ

    কেপিসি মেডিক্যাল কলেজে থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড

    এদিকে আরজি কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মিছিল হয় যাদবপুরেও। সেউ মিছিলে  'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিতে দেখা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।

  • Link to this news (২৪ ঘন্টা)