• নবদ্বীপের ব্যাদরাপাড়ায় বেহাল রাস্তা,  ঘটছে দুর্ঘটনা
    বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ শহরে ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ব্যাদরাপাড়া রেল গুমটি থেকে দণ্ডপাণিতলা মোড় পর্যন্ত রাস্তাটির অবস্থা বেহাল। প্রায় চার-পাঁচ মাস ধরে এই রাস্তাজুড়ে তৈরি হয়েছে একাধিক ছোট বড় গর্ত। বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়। গর্তগুলিতে জল জমে থাকার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছেন পথচলতি মানুষজন। এই রাস্তার পাশে রয়েছে সরকারি ও বেসরকারি স্কুল এবং বাজার। প্রতিদিনই এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ, বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়ারা যাতায়াত করেন। মূলত নবদ্বীপ ধাম স্টেশন এবং বাসস্ট্যান্ড থেকে অসংখ্য মানুষ এবং ছোট বড় যানবাহন যাতায়াত করে। রাস্তার বেহাল পরিস্থিতির কারণে বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে রাস্তাটি মেরামত করা হোক।


    গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। এমনকী কৃষ্ণনগর এবং বাবলারি ও বিদ্যানগর রুটের বাস চলাচল করে এই পথে। রাস্তার বেহাল পরিস্থিতির কারণে মাঝেমধ্যেই যানবাহন বিকল হয়ে পড়ছে। বিশেষ করে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছোট ছোট স্কুল পড়ুয়া এবং তাঁদের অভিভাবকদের।


    স্থানীয় মঙ্গলচণ্ডীতলার বাসিন্দা দুধ বিক্রেতা দেবাশিস ঘোষ বলেন, এই রাস্তাটা চার মাস আগে থেকেই খারাপ। আমি এই এলাকার বাড়ি বাড়ি মোটর সাইকেলে করে গোরুর দুধ সরবরাহ করি। রাস্তার কারণে প্রায় দিনই আমার মোটর সাইকেল খারাপ হয়ে যাচ্ছে। এমনকী ড্রাম থেকে দুধও পড়ে যাচ্ছে। মাঝে মধ্যে জোড়াতালি দিয়ে রাস্তা সারানো হচ্ছে। স্থানীয় বাসিন্দা তরুণকুমার ভট্টাচাৰ্য বলেন, খুবই সমস্যায় পড়ছেন পথচারীরা। রাস্তার গর্তের কারণে মাঝে মধ্যে টোটো উল্টে যাচ্ছে।ভ্যানচালক পলাশ মালো দাস ও শিবু দাস বলেন, এই রাস্তা দিয়ে আমরা মালপত্র নিয়ে যেতে পারি না। খুবই খারাপ পরিস্থিতি। এমনকী স্কুলের ছোট ছোট বাচ্চাদের যাতায়াতেরও অসুবিধা হচ্ছে। মাঝেমধ্যে আমাদের গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। ফলে সারাদিনে যা রোজগার করি, বেশিরভাগ টাকা গাড়ি সারাতে লেগে যাচ্ছে।


    নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, পুরসভার এই রাস্তাটির ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে। খারাপ আবহাওয়ার জন্য কাজ আরম্ভ করা যাচ্ছে না। আবহাওয়া একটু ভালো হলেই দ্রুত এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)