• সতীপীঠ কঙ্কালীতলায় পুজো দিলেন অনুব্রত মণ্ডল
    বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: মেয়ে সুকন্যা ও তাঁর বন্ধু সুতপা পালকে নিয়ে রবিবার দুপুরে সতীপীঠ কঙ্কালীতলায় পুজো দিলেন অনুব্রত মণ্ডল। নিজের পরিবারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও পুজো দেন তিনি। ‌এরপর গোটা কঙ্কালীতলা চত্বর ঘুরে দেখেন। এদিন তাঁকে দেখতে স্থানীয়দের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, কঙ্কালীতলার উন্নতি সাধনে যে ক’ জনের অগ্রণী ভূমিকা রয়েছে তার মধ্যে অনুব্রত অন্যতম। কঙ্কালীতলাকে তিনি ঢেলে সাজিয়েছেন। তবে পর্যটনের লক্ষ্যে সেখানেই যে তিনি থেমে থাকতে রাজি নন তা বোঝা গেল তাঁর কথায়। এদিন তিনি সাংবাদিকদের বলেন, সতীপীঠ সংস্কারের যেসব কাজ বাকি রয়েছে সেগুলি দীপাবলির পর শুরু হবে। তাঁর এই প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত মন্দিরের পুরোহিত ও ভক্তরা। দুপুর ১টায় তিনি সতীপীঠ পৌঁছতেই তাঁকে নিয়ে কার্যত উন্মাদনা শুরু হয়ে যায় কর্মী, অনুগামী ও স্থানীয়দের মধ্যে। তিনি নিষ্ঠার সঙ্গে পুজো দেন প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল, কন্যা সুকন্যা ও তাঁর বন্ধু সুতপার নামে। এরপর মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও পুজো দেন। সাংবাদিকদের তিনি বলেন, বাড়ি ফেরার পর থেকে মা কঙ্কালীকে দেখার জন্য ছটফট করছিলাম। অবশেষে আজ পুজো দিতে পারলাম। এরপর ডাঙালি কালীতলা, তারাপীঠেও যাব‌। সতীপীঠের যে অংশগুলির কাজ এখনও বাকি, তা দীপাবলির পর শুরু করা হবে। কঙ্কালীতলায় পুজো দেওয়ার পর এদিন বিকেলে চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা রওনা দেন অনুব্রত। ‌তাঁর সঙ্গে ছিলেন সুকন্যা। চিকিৎসার জন্য কলকাতায় বেশ কিছুদিন তিনি থাকবেন বলে জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)