আগুনে ক্ষতিগ্রস্ত বিধান মার্কেট পরিদর্শনে মন্ত্রী অরূপ বিশ্বাস
বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগুনে ক্ষতিগ্রস্ত বিধান মার্কেট রবিবার সন্ধ্যায় পরিদর্শন করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান। তাঁদের সঙ্গে কথা বলেন। সমস্যার কথা শোনেন। পুজোর আগে বিপুল ক্ষতির মুখে পড়ে ওই ব্যবসায়ীরা সরকারি সাহায্যের আর্জি রাখেন। মন্ত্রী তাঁদের জানান, মুখ্যমন্ত্রী অনুদানের কথা উত্তরকন্যায় জানিয়েছেন। সরকার আপনাদের সঙ্গে আছে।
পরে ব্যবসায়ী সমিতির দাবিদাওয়া নিয়ে সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন মন্ত্রী। ব্যবসায়ী সমিতি তাঁর কাছে জমির নিজস্ব মালিকানা দেওয়ার দাবি করে। বৈঠক শেষে অরূপবাবু বলেন, সমিতির সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের দাবি লিখিত আকারে দিতে বলেছি। সেই দাবিপত্র পেলে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব।
মন্ত্রীর পরিদর্শনের আগে সাংবাদিক সম্মেলন করে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন, গত পাঁচ বছরে মার্কেটে চার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বিধান মার্কেট জতুগৃহ হয়ে আছে। বাজারের উন্নয়নে এসজেডিএ’র উদ্যোগ নেই। ব্যবসায়ীরা ক্ষোভের সুরেই বলেন, মার্কেটে আগুন লাগার ২৪ ঘণ্টা পরেও এসজেডিএ’র কোনও প্রতিনিধি বাজার পরিদর্শনে এলেন না।