মানুষের ভিড়ে মিশে আছে সাদা পোশাকের পুলিস, হচ্ছে ড্রপ গেট
বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, ময়নাগুড়ি: এবার পুজোয় ময়নাগুড়ি শহর ও গ্রামীণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করছে পুলিস প্রশাসন। ময়নাগুড়ি থানার ১০ জন কর্মী নিয়ে শুরু হচ্ছে সাইকেল পেট্রোলিং। সাদা পোশাকে পুলিস কর্মীরা নজরদারি চালাবেন। নজরদারি চলবে পুজো মণ্ডপগুলিতেও। পাশাপাশি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ও শহরে থাকছে পুলিসের বাইক পেট্রোলিং। শহর ও গ্রামীণ এলাকায় সাতটি মোবাইল ভ্যান ঘুরে বেড়াবে। প্রত্যেকের পুজো যাতে নিরাপদে কাটে তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এমন ব্যবস্থা করা হয়েছে।
পুজোর বাজারে ভিড় বাড়তে শুরু করেছে। বাজারে কেপমারির মত ঘটনা যেন না ঘটে তারজন্য শুরু হয়েছে সাদা পোশাকে পুলিসের নজরদারি। বাজারের অলিগলিতে সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকছেন ওই পুলিস কর্মীরা। পাশাপাশি পিঙ্ক মোবাইল ভ্যানও রয়েছে। সেগুলি বিভিন্ন জনবহুল স্থানে ঘুরছে। এবার পুজোয় ট্রাফিক পুলিসের পক্ষ থেকে ময়নাগুড়ি শহরের ছ’টি জায়গাকে ‘নো এন্ট্রি জোন’ করা হচ্ছে। পাশাপাশি তিনটি জায়গায় ড্রপগেট করা হচ্ছে। বিবেকানন্দপল্লি, হাসপাতালপাড়া ভিআইপি মোড়, স্টেশন মোড়, সিনেমা হল মোড়, সুভাষনগর, শ্মশান ঘাট মোড়ে থাকছে নো এন্ট্রি জোন। এছাড়াও দ্বারিভিজা মোড়, অসম মোড়, বিডিও অফিস মোড়ে করা হচ্ছে ড্রপগেট। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, এবার পুজোয় ডিজে পুরোপুরি নিষিদ্ধ। কেউ ডিজে বাজালে মেশিন বাজেয়াপ্ত করা হবে। সাদা পোশাকের পুলিস কর্মীরা বাজারের ভিড়ে মিশে থেকে নজরদারি চালাচ্ছেন। পুজোয় দর্শনার্থীদের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে। প্রত্যেক পুজো কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের মণ্ডপের সামনে আলাদা একটি টেন্ট বানিয়ে রাখবে। প্রয়োজনে সেখানে কেউ গিয়ে বিশ্রাম নিতে পারবেন। শিশুদের জন্য কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। সেই আইকার্ড শিশুদের গলায় ঝুলিয়ে দিতে হবে। সেখানে অভিভাবকদের নাম, শিশুর নাম, ফোন নম্বর লেখা থাকবে। (স্থানীয়দের সঙ্গে কথা বলছেন পুলিস আধিকারিকরা।-নিজস্ব চিত্র)