• ‘সাহিত্য বিবর্তন’-এর শারদসংখ্যা প্রকাশিত
    বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: ‘সাহিত্য বিবর্তন’-এর শারদসংখ্যা প্রকাশিত হল। দিনহাটার মতো প্রান্তিক শহরে শনিবার লিটল ম্যাগাজিনের এই প্রকাশ অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। শারদ উৎসবের প্রাক্কালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বইটির প্রকাশ ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ইতিহাস গবেষক আনন্দগোপাল ঘোষ, কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কবি মাধবী দাস, সুবীর সরকার, প্রাবন্ধিক দেবব্রত চাকি সহ উত্তরের একঝাঁক গুণীজন। দীর্ঘ ২৫ বছর ধরে উত্তরের সাহিত্যের আকাশে সাহিত্য বিবর্তন-এর নিয়মিত প্রকাশকে কুর্নিশ জানিয়েছেন উপস্থিত সকলে। 


    উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, নতুন জেনারেশন এখন স্ক্রিনে ব্যস্ত। তাঁদেরকে বইমুখী করতে সাহিত্য বিবর্তন-এর এই প্রয়াস প্রশংসার দাবি রাখে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি সাহিত্যঙ্গনে চিকিৎসক উজ্জ্বল আচার্যের এই প্রচেষ্টা প্রশংসনীয়। শুধু বই প্রকাশই নয়, শর্টফিল্ম তৈরি, গ্রন্থাগার বানানো সহ একাধিক সমাজসেবা মূলক কাজে ডাঃ ‌উজ্জ্বল আচার্য সমানভাবে উজ্জ্বল। 


    কবি মাধবী দাস বলেন, চিকিৎসক উজ্জ্বল আচার্য যেন উত্তরের বনফুল। তাঁর সৃষ্ট সাহিত্যে চিকিৎসা জগতের নানা কাহিনি ফুটে ওঠে। আমরা সচেতন হই ওঁর লেখনি পড়ে। কবি সুবীর সরকার বলেন, সাহিত্য বিবর্তন আমাদের আবেগ। জন্মলগ্ন থেকেই এর সঙ্গে জড়িয়ে আছি আমি। বিবর্তনের টেলিফিল্মগুলি সমাজ সচেতনতার বার্তা দেয়। ইতিহাস গবেষক আনন্দগোপাল ঘোষ বলেন, এবারের শারদ সংখ্যায় ৪৪০ পাতা ভবিষ্যৎ প্রজন্মের কাছে গবেষণার বিষয়বস্তু হয়ে উঠবে। 


    সাহিত্য বিবর্তন পত্রিকার সম্পাদক ডাঃ উজ্জ্বল আচার্য বলেন, ২৫ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। আগামীতেও প্রতি মাসের ১ তারিখেই প্রকাশিত হবে এই সাহিত্য পত্রিকাটি। 


    বই প্রকাশ ঘিরে কবি সাহিত্যিকদের আলোচনা মুগ্ধ করেছিল দর্শকদের। দু’ঘণ্টার অনুষ্ঠানে সাহিত্যের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবারে মহালয়া বিবর্তন গোষ্ঠীর ক্ষুদে শিল্পী উজ্জ্ববর্ণা আচার্যের নতুন নাচের ভিডিও প্রকাশিত হবে। আগমনীর বার্তা দিতে ওই ভিডিওতে মহিষাসুরমর্দিনী রূপে প্রতীয়মান হবে উজ্জ্ববর্ণা। দিনহাটার ঐতিহাসিক গোবরাছাড়ার দুর্গা মন্দিরে ও শিবমন্দিরে ভিডিও শ্যুট হয়। উজ্জ্ববর্ণা আচার্য জানিয়েছে, প্রতিবারই মহালয়াতে আমার নতুন কাজের প্রকাশ হয়। এবারও আশা করি দর্শকদের মন জয় করে নেবে এই ভিডিওটি।
  • Link to this news (বর্তমান)