• যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার ১
    বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মদের আসরে আচমকা কাটারি নিয়ে হামলা চালানোর অভিযোগ এক বাসিন্দার বিরুদ্ধে। রাহুল লস্কর এবং সৌরভ ঘোষ নামে দুই যুবককে আক্রমণ করা হয়। এলোপাথাড়ি কোপে মারাত্মক জখম হন রাহুল। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার  রসপুঞ্জ নওবাদে। তদন্তে নেমে গোবিন্দ সর্দার নামে ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিস।  জানা গিয়েছে, ওই রাতে সৌরভ ও রাহুল মদ্যপান করছিলেন। তখনই পিছন থেকে আচমকা হামলা চালায় গোবিন্দ। প্রথমে সৌরভের হাতে লাগে কাটারি। তিনি জখম হয়ে পড়ে যান। তখন সে রাহুলের মাথায় কোপ মারতে থাকে বলে অভিযোগ। পুলিসের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে। রাহুল এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিলেন। তা সত্ত্বেও কেন এই খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।  -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)