আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পদক পেল কাকদ্বীপের ৮ ছাত্রছাত্রী
বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৪
সংবাদদাতা, কাকদ্বীপ: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় জায়গা করে নিল কাকদ্বীপ মহকুমার আট প্রতিযোগী। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওপেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল। নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশ সহ আটটি দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সব মিলিয়ে প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত হাজার। তাদের মধ্যে কাকদ্বীপের দুই প্রতিযোগী স্বর্ণপদক পেয়েছে। জানা গিয়েছে, কুমিটি বিভাগে তৃতীয় শ্রেণির ছাত্র জুনাহিত হোসেন জমাদার (৯) স্বর্ণপদক পেয়েছে। সে কাকদ্বীপের সীতারামপুর বলদিয়া পাড়ার বাসিন্দা। বাবা পেশায় গাড়িচালক। অন্যদিকে কাতা বিভাগে কাকদ্বীপের আরডির মহলের বাসিন্দা সাত্যকি বর (১০) স্বর্ণপদক জিতেছে। সে চতুর্থ শ্রেণির ছাত্র।
এ বিষয়ে ক্যারাটে প্রশিক্ষক কালীপদ দাস বলেন, জুনাহিত ও সাত্যকি এই প্রথম কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিল। তারা সুন্দরবন এলাকার মুখরক্ষা করেছে। এছাড়াও কাকদ্বীপ মহকুমার আরও ছ’জন প্রতিযোগী রুপো ও ব্রোঞ্জ পদক পেয়েছে। কাকদ্বীপের আমড়াতলার বাসিন্দা বাপন দাস (১২) ও মাইতির চকের বাসিন্দা দেবরঞ্জন দাস (১৩) রুপো ও ব্রোঞ্জ পেয়েছে। কাকদ্বীপের হরিপুর জেলেপাড়ার বাসিন্দা রনিতা দাস (৬), পাথরপ্রতিমার দক্ষিণ শিবগঞ্জের বাসিন্দা মৌলি রায় (৯), পাথরপ্রতিমার মাধবনগরের বাসিন্দা আরোহী মিত্র (৬) ও কাকদ্বীপের উত্তর গোবিন্দপুরের বাসিন্দা আরোহী দাস (১১) জিতেছে ব্রোঞ্জ পদক।