• ঋণদানকারী সংস্থার কিউআর কোড জাল করে প্রতারণা, গ্রেপ্তার এক
    বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি ঋণদানকারী সংস্থার কিউআর কোড জাল করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল কাশীপুর থানা। অভিযোগ, কেশব সানা নামের ওই ব্যক্তি সংশ্লিষ্ট সংস্থার ঋণখেলাপিদের ফোন করে বলত, বকেয়া না মেটালে কেস রুজু হবে। কিস্তির টাকা দ্রুত জমা করার জন্য সে ওই সংস্থার নামে তৈরি একটি কিউআর কোড পাঠাত। আদতে ওই কোডটি জাল করা হয়েছিল। না বুঝে অনেকেই সেটি স্ক্যান করে পেমেন্ট করেছেন। ঋণখেলাপিদের কয়েকজন টাকা মেটানোর পরেও ওই সংস্থা থেকে ফের বকেয়া জমা দেওয়ার ফোন পান। এরপর তাঁরা ওই সংস্থার দ্বারস্থ হন। তখন বিষয়টি জানাজানি হয়। এরপরই কাশীপুর থানায় অভিযোগ জানানো হয়। যে অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, তার সূত্র ধরে কেশবকে গ্রেপ্তার করা হয়। সে জেরায় পুলিসকে জানিয়েছে, তারা চক্র গড়েই এই জালিয়াতি চালাচ্ছিল। পুলিসের সন্দেহ, সংস্থার ভিতরের কেউ ঋণখেলাপিদের তথ্য বাইরে পাচার করেছে। তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)