• কুলপিতে সমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূলপন্থী প্রার্থীরা
    বর্তমান | ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল কংগ্রেসপন্থী প্রার্থীরা। জানা গিয়েছে, রবিবার কুলপি থানার বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের চাকুন্দবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। কিন্তু বিরোধী দলের কোনও প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি। শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৩টি আসনে জয়লাভ করেন তৃণমূলপন্থী প্রার্থীরা। এ বিষয়ে সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক বাপি বিশ্বকর্মা বলেন, এই আগের নির্বাচনে এই সমবায় সমিতিতে তৃণমূল ৫৭টি আসনে জয়লাভ করেছিল। এরপর গত দু’বছর ভোট হয়নি। রবিবার তৃণমূলপন্থী জয়ী প্রার্থীদের হাতে বিজয়ীর সার্টিফিকেট তুলে দেওয়া হয়। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)