নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সবুজসাথী প্রকল্পের দশম দফায় ১২ লক্ষের বেশি সাইকল বিলি করা হবে বলে ঠিক হয়েছে। বাংলার শিক্ষা পোর্টাল থেকে নবম শ্রেণিতে নথিভুক্ত ছাত্রছাত্রীদের নাম যাচাই করে এই সংখ্যা ঠিক হয়েছে। যাচাই প্রক্রিয়ায় লক্ষাধিক নাম বাদও পড়েছে তালিকা থেকে। কারণ, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, সংশ্লিষ্ট পোর্টালে নাম থাকলেও স্কুলে সেই পড়ুয়ার অস্তিত্ব নেই। তাহলে কি এই পড়ুয়ারা স্কুলছুট হয়েছে? এই প্রশ্নে জল্পনা তৈরি হয়েছে শিক্ষামহলে।
এবার পুজোর পর থেকেই যাতে পড়ুয়াদের নতুন সাইকেল তুলে দেওয়া যায়, তার জন্য অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর। বাংলার শিক্ষা পোর্টালে যতজনের নাম রয়েছে, তার উপর ভিত্তি করেই চূড়ান্ত তালিকা তৈরি হয়। পোর্টালের সঙ্গে স্কুলগুলি যখন তাদের পড়ুয়াদের নাম মেলাচ্ছিল, তখনই একের পর এক নাম বাদ যেতে থাকে। উত্তর ২৪ পরগনায় ১০ হাজার, দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ১৩ হাজার, পূর্ব বর্ধমানে প্রায় সাড়ে ৭ হাজার সহ সব মিলিয়ে লক্ষাধিক নাম বাদ দিতে হয়। পোর্টালে শুরুতে ১১ লক্ষ ৯০ হাজার ৭৪৫জন পড়ুয়ার নাম ছিল। যাচাইয়ের পর সেই সংখ্যা হয়েছে ১০ লক্ষ ৮৩ হাজার।
এভাবে বহু নাম বাদ যাওয়ার পাশাপাশি অনেক স্কুলে নবম শ্রেণিতে নতুন করে পড়ুয়াদের নাম নথিভুক্তও হয়েছে। এদের মধ্যে কারও রেজিস্ট্রেশন বকেয়া রয়েছে, কারও ভর্তি হয়েছে পরে। হিসেব করে দেখা গিয়েছে, এই সংখ্যা প্রায় দেড় লক্ষ। সেসব যাচাই করে অবশেষে সাইকেল প্রাপকদের চূড়ান্ত সংখ্যা হয়েছে ১২ লক্ষ ৭ হাজার ৭৮৩।