• চিকিৎসার গাফিলতিতে সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর অভিযোগ, দাবি ওড়ালেন CMOH
    এই সময় | ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে। অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে ভুবন মণ্ডল (৩৪) নামে ওই সিভিক ভলান্টিয়ারের। তাঁর বাড়ি ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায়। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। পরে পরিস্থিতি ঠান্ডা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি এই সময় অনলাইনকে জানিয়েছেন, ওই যুবক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তাঁকে এ দিন মৃত অবস্থাতেই হাসাপাতালে আনা হয়। তবে এ নিয়ে কোনও ঝামেলা বা অশান্তি হয়নি।ভুবনের পরিবারের দাবি, রবিবার বিকেলে অসুস্থ অনুভব করলে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। অভিযোগ, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেন চিকিৎসকরা। ভুবনের কিছুই হয়নি বলে সেখানকার চিকিৎসকরা দাবি করেন। তখনও তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মৃতের স্ত্রী ঝর্না মণ্ডল বলেন, ‘ডাক্তার ফিরিয়ে না দিলে এমনভাবে অকাল মৃত্যু হতো না। ডাক্তার গাফিলতি না করলে এই ঘটনাই ঘটতো না।’

    মহিলা জানান, হাসপাতালে রেখে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধও করা হয় চিকিৎসকদের। কিন্তু তাঁর কোনও কথাই কেউ কানে তোলেননি বলে অভিযোগ। সোমবার ভোরে ফের অসুস্থ হয়ে পড়েন ভুবন। পরিবারের লোকজন তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভুবনকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের লোকজন মানছেন, ভুবন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
  • Link to this news (এই সময়)