সরকারি ত্রিপল বিক্রির সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপির অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এইভাবে ত্রিপল বিক্রি করে দিচ্ছে। ফলে সাধারণ মানুষের যে ত্রিপল পাওয়ার কথা তা খোলা বাজারে বিক্রি হচ্ছে। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে কালিয়াচক তিন নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন, ঘটনার খবর তিনি পেয়েছেন, পুলিস ঘটনা তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজ করা হচ্ছে। কোথা থেকে ত্রিপল যুবক কিনেছিল সেই বিষয়টিও খোঁজ খবর করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তৃণমূলের জেলা ভাইস প্রেসিডেন্ট দুলাল সরকার বলেন, কালিয়াচকের একটি জায়গায় সরকারি লোগো দেওয়া পলিথিন একজন বিক্রি করছিল। মালদহের বন্যায় মুখ্যমন্ত্রীর তত্পরতায় প্রচুর ত্রাণ দেওয়া হচ্ছে। বিরোধীরা একটা চক্রান্ত করছে। ত্রাণ দেওয়ার সময় কোথাও কোথাও চক্রান্ত করে ত্রাণ লুট করিয়ে দিচ্ছে। বিরোধীরা কেউ সাহায্য করছে না। এখানে বিজেপির সাংসদ থাকতেও কিছু হচ্ছে না। কোথাও কোথাও বাড়িপিছু কেউ ২-৩ করেও পলিথিন পেয়ে গিয়েছে। বিরোধীরাই চক্রান্ত করে কাউকে দিয়ে ওই পলিথিন বিক্রি করে দিচ্ছে। কেউ যদি সরকারি সম্পত্তি বিক্রি করে তাহলে তাকে পুলিস ধরবে।
অন্যদিকে, দক্ষিণ মালদহের বিজেপির ভাইস প্রেসিডেন্ট তারক ঘোষ বলেন, বাইকে করে সরকারি ত্রিপল বিক্রি করা হচ্ছে। এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। গ্রামের লোকজন তাকে ধরেছে। সে বলেছে কারও কাছে বেশি ত্রিপল থাকলে সে বিক্রি করে দিচ্ছে। বন্যায় কেউ ত্রিপল-ত্রাণ পাচ্ছে না আর এভাবে ত্রিপল বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের কাছে খবর আছে তৃণমূলের লোকজন ত্রিপল বিক্রি করে দিচ্ছে। আর সাধারণ মানুষ ত্রিপল পাচ্ছে না। এরকম ঘটনা সব জায়গায় ঘটছে।