অর্ণব আইচ: আর জি কর মামলায় বড় ধাক্কা সিবিআইয়ের। সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেলে গিয়ে কতবার জেরা করা হয়েছে? জেলে গিয়ে জিজ্ঞাসাবাদে সমস্যা কি? সেই প্রশ্ন তোলা হয়। এর পরই আর্জি প্রত্যাহার করে সিবিআই। সেক্ষেত্রেও দেখা যায় একাধিক ত্রুটি। সিবিআই হেফাজতের আর্জি প্রত্যাহার করলেও পিটিশনে প্রথমে জেল হেফাজতের সময়সীমা বাড়ানোর কথা বলেনি সিবিআই। যা নিয়ে বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয় তাঁদের। সিবিআইয়ের এই ভূমিকায় ক্ষুব্ধ আদালত।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]