দুর্গাপুজোয় গভীর রাত পর্যন্ত মেট্রো, রইল পুরো তালিকা, বাতিলও থাকছে কিছু পরিষেবা
হিন্দুস্তান টাইমস | ৩০ সেপ্টেম্বর ২০২৪
মেট্রোতে চেপে ঠাকুর দেখার প্ল্যান থাকে অনেকেরই। কলকাতা মেট্রোর তরফে এই পুজোর মেট্রোর সূচি প্রকাশ করা হয়েছে।
চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীতে সব মিলিয়ে ২৮৮টি মেট্রো সার্ভিস চালু থাকবে।
সপ্তমীতে, অষ্টমীতে ও নবমীতে ২৪৮টি সার্ভিস থাকবে।
দশমীতে থাকবে ১৭৪ সার্ভিস।
একাদশীতে থাকবে ১৩০টি সার্ভিস।
দ্বাদশী ও ত্রয়োদশীতে থাকবে ২৩৬টি সার্ভিস।
প্রথম সার্ভিস কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল ৬টা বেজে ৫০ মিনিটে।
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ৬টা বেজে ৫০ মিনিটে
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬টা বেজে ৫৫ মিনিট।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭টা নাগাদ।
শেষ মেট্রো
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ১০টা ২৮ মিনিটে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ১০টা ৩০ মিনিটে।
দমদম থেকে কবি সুভাষ রাত ১০টা ৪০ মিনিটে।
কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ১০টা ৪০ মিনিটে।
প্রথম সার্ভিস কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সকাল ৬টা বেজে ৫০ মিনিটে।
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ৬টা বেজে ৫০ মিনিটে
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬টা বেজে ৫৫ মিনিট।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭টা নাগাদ।
শেষ মেট্রো
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ১১টা ৪৮ মিনিটে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রাত ১১টা ৫০ মিনিটে।
দমদম থেকে কবি সুভাষ রাত ১২টা নাগাদ।
কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ১২টায়।
সপ্তমী, অষ্টমী ও নবমীতে মেট্রো পরিষেবা
প্রথম সার্ভিস
১২টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর
দুপুর ১টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
গীতাঞ্জলি থেকে দমদম স্পেশাল সার্ভিস দুপুর ১টায়
মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর দুপুর ১টায়
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ দুপুর ১টায়
দমদম থেকে কবি সুভাষ দুপুর ১টায়
শ্যামবাজার থেকে কবি সুভাষ দুপুর ১টা
নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত দুপুর ১টা বেজে ০২ মিনিট।
শেষ সার্ভিস
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ১১টা বেজে ৪৮ মিনিট
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ১১টা বেজে ৫০ মিনিটে
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ১২টায়
কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রাত ১২টায়।
প্রথম সার্ভিস
সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ
সকাল ৭টা বেজে ৫ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত
শেষ পরিষেবা
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রাত ৯টা ৩৫ মিনিটে।
সল্ট লেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রাত ৯টা বেজে ৪০ মিনিটে।
প্রথম সার্ভিস
দুপুর ১টায় শিয়ালদা থেকে সেক্টর ফাইভ
দুুপুর ১টা ১০ মিনিটে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত
শেষ সার্ভিস
শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রাত ১১টা বেজে ২০ মিনিট পর্যন্ত
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত রাত ১১টা বেজে ৩০ মিনিটে
প্রথম সার্ভিস
দুপুর ২টো শিয়ালদা থেকে সেক্টর ফাইভ
দুুপুর ২টো ০৫ মিনিটে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত
শেষ সার্ভিস
শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রাত ৯টা বেজে ৪০ মিনিট পর্যন্ত
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত রাত ৯টা বেজে ৪৫ মিনিটে
একাদশীতে কোনও সার্ভিস থাকবে না। দ্বাদশী অর্থাৎ ১৪ অক্টোবর থেকে পরিষেবা স্বাভাবিক হবে।
চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীতে ১১৮টা সার্ভিস থাকবে।
প্রথম সার্ভিস
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান স্টেশন সকাল ৭টায়
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড সকাল ৭টা বেজে ১০ মিনিট
শেষ পরিষেবা
এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন রাত ৯টা ৪৪ মিনিটে
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রাত ৯টা বেজে ৫৪ মিনিটে।
প্রথম সার্ভিস
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান স্টেশন দুপুর দেড়টা
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড দুপুর ১টা বেজে ৩০ মিনিট
শেষ পরিষেবা
এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন রাত০১টা ৪৫ মিনিটে
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রাত ০১টা ৪৫ মিনিটে।
প্রথম সার্ভিস
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান স্টেশন দুপুর ২টোয়
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড দুপুর ২টোয়
শেষ পরিষেবা
এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন রাত ১১টা ৪৫ মিনিটে
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রাত ১১টা বেজে ৪৫ মিনিটে।
একাদশীতে দুপুর ২টো ১৫ থেকে শুরু করে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে।
চতুর্থী পঞ্চমী ষষ্ঠীতে ১৮টা পরিষেবা থাকবে।
প্রথম সার্ভিস সকাল ৮টা ৩০ থেকে জোকা থেকে মাঝেরহাট
মাঝেরহাট থেকে জোকা সকাল ৮টা ৫৫ মিনিটে
শেষ সার্ভিস
জোকা থেকে মাঝেরহাট দুপুর ৩টে বেজে ১০ মিনিটে
মাঝেরহাট থেকে জোকা দুপুর ৩টে বেজে ৩৫ মিনিটে
সপ্তমী থেকে একাদশী কোনও সার্ভিস থাকবে না। দ্বাদশী থেকে আবার পরিষেবা স্বাভাবিক।
Link to this news (হিন্দুস্তান টাইমস)